এই যে তারা মন ভেঙে দেয়
হাসান মাহমুদ
এই যে তারা মন ভেঙে দেয়
ভুলে ভেঙে দেয় আকাশের মতো,
মনের ঘরে জোড় করে দেয়
নয়ন ঝরায় ঝর্ণার মতো।
এই যে তারা মন ভেঙে দেয়
ভুল ভেঙে দেয় গাঙের মতো,
গাঙের মতো জোয়ার ভাঁটা
সুখ উড়িয়ে দেয় ঝড়ের মতো।
চৈত্রের মতো মাঠ ফাটিয়ে
বৈশাখ এনে যায় হারিয়ে,
জৈষ্ঠ্য রেখে আষাঢ় নামায়
শরৎটা দেয় এই ভুলিয়ে!
এই যে তারা মন ভেঙে দেয়
ভুল ভেঙে দেয় ফুলের মতো,
ভোমর যেমন সখা পাতিয়ে
মউ তুলে নেয় সখের মতো।
শুকনো মুখে ফুল পরে রয়
অপেক্ষার চোখে ভোমর আশে
রাত গড়ালেই ফুলের চোখে
ঢেউ ঠেলা ঐ অশ্রু আসে।
এই যে তারা মন ভেঙে দেয়
রাত ডাকা ঐ ডাহুক পাখি
সঙ্গী ফেলে সঙ্গীবিহীন
উড়ছে কালো রাতের আঁখি।
এ বিল হতে ও বিল পাড়ে
ঘুরছে কত তালমাতালে
দেখবে তাহার পরাণ জুড়া
যে পরাণে বন্ধু চলে।।