আহবান
হাসান মাহমুদ
চল রে আমার
দামাল কামাল
চল রে সবে চল
ঊষার গগনে
রক্তিম আলো
শির উঁচুতে বল।
দিন পেরোলেই
আঁধার কালো
শকুন বাঁধে বাসা
আয় রে সবে
মুক্ত গগনে
জীবন করে ভাসা।
শোন রে জামাল
শোন রে কামাল
শোন রে আমার ভাই!
আমার মাটিতে
শকুন পড়েছে
তারাতে সবাই যাই।
আয় রে কাশেম
আয় রে হাশেম
আয় রে আমার প্রাণ!
আমার মাটিতে
শিয়েল মরেছে
গন্ধে যায় যে জান।
আয় রে কৃষু
আয় রে বিষু
আয় রে সোনার ভাই
এক থালাতে
আসন পাতাই
আমরা অন্ন খাই।
কে হিন্দু
কে মুসলিম
কে বৌদ্ধ ভিনদেশি!
সব ভুলে
হয়ে যাই
আমরা সবাই স্ব-দেশি।
চল রে রহিম
চল রে করিম
হাতে রেখে হাত!
আমরা টুটাবো
তিমির আঁধার
আনিব রাঙা প্রভাত।
বল রে শফিক
বল রে রফিক
উঁচু করে শির!
আমরা আনিবো
আমাদের অধিকার
আমরাই শ্রেষ্ঠ বীর।
সমাজ মোদের
মোরা ভাই
ভেদাভেদ ভুলি
মিলেমিশে
হিংসা ভুলে
অপশক্তি তুলি।
আয় রে সোনা
আয় রে খুকু
আয় রে সবে আয়
একই সাথে
দু হাত তুলি
ঈশ্বরের কাছে প্রার্থনায়।
আয় রে আমার
মানিক সোনা
আয় রে সবে আয়
আমাদের তরী
মাঝ গাঙেতে
বাঁচাতে তোরা আয়।
আর কত কাল
বাঁচবি তোরা
খেঁকশিয়ালের মত
এবার তোরা
গর্জে উঠ
বাঘ বাহিনীর মত।