অহেতুক
হাসান মাহমুদ
পরিচ্ছন্ন এক সন্ধ্যায়
তোমার কথা ভেবে
আমি সন্ন্যাসী হয়েছি;
বিশুদ্ধ বাতাসের ঘ্রাণে
প্রচুর তৃপ্তি নিয়ে
তোমাকেই অহেতুক দেখেছি।।
সুশীতল বসন্ত বায়ু
পাতাদের নতুন আগমন
কোকিলের আগমনী সুর;
সুনীল গগন তলে
প্রেমের রূপকার হয়ে
হেঁটে চলেছি বহুদূর।
দেখেছি পলক ফেলিয়া
ভুরু কুঁচকে বহুবার
পল্লী সন্ধ্যার আলোয়;
তোমারই ইন্দ্রিয় বন্ধন
ছোট্ট কুঁড়ের অট্টালিকায়
আমারি হৃদয় আঙিনায়।
তৃপ্তি নিয়েই দেখেছি
মিছামিছি ছবি খানি
কল্পনার দেয়ালে আঁকা;
হঠাৎ দেখেই আশ্চর্য
সবই ঠিক-ঠাক
কপালে তিলক বাঁকা।
সেই কবেকার অন্ধকার
ঘণ ঘুট ঘুটে
তাহারি মাঝে চাঁদ ;
রূপেরই রং ছড়াইয়া
উঠোন জুড়ে অশান্ত
কাটায় প্রেমেরই রাত।
তোমাকে অহেতুক ভেবেছি
পূর্ণিমা শশীর গায়ে
তাহারি রূপ কথায়
অহেতুক দেখেছি নয়নে
রাস্তার মোড়ে দাঁড়িয়ে
জীবন্ত ছবির কল্পনায়।।