আহাজারি
হাসান মাহমুদ
কাল ও ছিলো চুলায় পাতিল টগবগিয়ে শব্দ
হঠাৎ আজ কিযে হলো সব নিরব নিস্তব্ধত।
গোয়াল ঘরে গরু ছিলো,পুকুর ভরা মাছ
সব কিছু আজ ভাসিয়ে নিলো সন্ধ্যা বেলার উচ্ছ্বাস।
উঠান ভরা মুরগী, হাঁসে করছে কত খেলা
আজ কোন বানে এসে ভাসিয়ে দিলো ভেলা।
মায়ের বুকে ছেলের লাশে করছে আহাজারি
কোন যে মায়া অভিশাপে ভাসিয়ে নিলো ঘরবাড়ি।
চাল নেই চুলো নেই, খাবার নেই মুখে
ভিজে কাপড়ে কাপছে দেহ সব হারানো শোকে।
কাঁদছে আজ বিশ্ব বাসি দেখে আর্তনাদ
নির্ঘুমে আজ পাড় করছে কত দিবস রাত।
ভয় কাটিয়ে ফিরবে আবার নিজ গৃহের তরে
আহাজারি তবে থেকে যাবে মরণ স্মৃতি ধরে।
সবাই মোরা দোয়ায় বলি, হে মোদের রব
সব মুসিবত দূর করে দাও, ক্ষমা কর সব।