অংকে কাঁচা
হাসান মাহমুদ

অংকে কাচা গুণ বুঝি না,
ভাগ বুঝি না মোটে,
যোগটা আমার মনে থাকে না
বিয়োগটা থাকে ঠোঁটে।
যোগ বুঝিতে সপ্তাহ লাগে
বিয়োগ বেলায় ঘোর
গুণ, ভাগ আর অত্তকিছু
মনে থাকে মোর?
অংক কষতে দিবস  পার
রবি গেলো চলে
সন্ধ্যা বেলা অন্ধকারে বসে
ভাবছি ছলেবলে।
হিসেবে আমার মিলছে না তবে
গুণের বেলা কম
যোগ,ভাগেতে কিছু আছে
বিয়োগে পুরো দম।