অবহেলিত কানন
হাসান মাহমুদ
এক মুঠো ডাল ভাতের ইচ্ছায়
রাস্তার পাশে কাতরায় ধূলো জরানো গায়,
কোমলমতি হাজারো শিশু ও তার মায়।
কত পথশিশু ছিন্ন মূল নামে গড়ে জীবন
নেই পেটে ভাত,গায়ে নেই অমলিন আবরন,
নেই আশ্রয় নেওয়ার মত কোন ঘর কোণ।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে কত অপেক্ষা
দুই তিনটি টাকার পাওয়ার আকাঙ্খা,
কত হাত জোড়,নানান ছলনায় পাওয়ার প্রতীক্ষা।
এরা কারা এরাই হলো অবিনাশী
সালেহা,রোকেয়া ভানুমতি, পর্শী,
জব্বার, নিল ফুপার বাপ, ছোট রাসেল, বৃদ্ধ সন্ন্যাসী।
এরা হলো পঙ্গু আবুল, অন্ধো বাবুল, কানা বয়যেষ্ঠ কলিম উদ্দিন,
ঘরে কাতরানো বৃদ্ধ মা বাবার ছেলে মহিউদ্দিন,
ছিন্ন মূল টোকাই সেই অবহেলিত কুসুমে কানন।
২৭/০৯/২০২০