অবিচল আক্ষেপ
হাসান মাহমুদ
আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পরও খুঁজি
স্বাধীনতা কোথায় কি অবস্থায় আছে,
সুস্থ সাবলীলভাবে বেঁচে আছে! নাকি?
দুর্ভিক্ষে আধ মরা হয়ে পড়ে আছে কোনো মহাসড়কে পাশে।
বাস্তবিক অর্থে সেটাই হয়ে দাঁড়িয়েছে
করুন দুর্ভিক্ষে কাতরাচ্ছে আর বলছে!
আমাকে বাঁচাও আমাকে বাঁচাও
আমাকে খাবার দাও
আমাকে বস্ত্র দাও
আমাকে মাথা ঘোঁজার ঠাঁই দাও
আমাকে বাঁচতে দাও।
আমাকে মানবতার অধিকার দাও
আমাকে গনতন্ত্র দাও
আমাকে গনতন্ত্র দাও।
আমি বেহাল অবস্থায় আছি
আমি কুষ্ঠ রুগির মত দুর্গন্ধে ভুগছি
আমি আবার মুক্তি চাই
এ গনতন্ত্র নামক পুতুল খেলায়,
আমাকে ইচ্ছের বাহুডোরে নাচাচ্ছে
আমাকে শান্তি দাও
আমি বাঁচতে চাই।
এ অবিচল আক্ষেপ আর কত শোনতে হবে?
কত দেখতে হবে লাল রক্তকণিকা?
কত দেখতে হবে ডাস্টবিনের পাশে কাতরাচ্ছে
আর বলছে আমায় কিছু দাও
খিদার চোটে পেট পুড়ে যাচ্ছে।
এর জন্যই কি স্বাধীনতা হয়েছিল?
এর জন্যই কি মূর্খ যুদ্ধ করেছিলো?
এর জন্যই কি মা ছেলেকে যুদ্ধে পাঠিয়ে ছিলো?
এর জন্যই মা মেয়ে ধর্ষিতা হয়েছিলো?
এ মলিন অবিচল আক্ষেপ থেকেই গেলো
স্বাধীন রূপি পরাধীনতার গাঁয়ে।