আবার আঠারো আসুক নেমে
হাসান মাহমুদ

আবার আঠারো আসুক নেমে এই বাংলার বুকে
আর একবার সুকান্তরা জেগে উঠুক ;
গেয়ে উঠুক আঠারোর জয় গান
নেমে আসুক তেজস্ক্রিয় আঠারো।

পদানত করুক সকল অপশক্তি
দুমড়ে মুচড়ে দিক সকল সংঘাত
আর একবার সুকান্ত আসুক ফিরে
আর একবার স্লোগান দিক আঠারোর।

সুকান্তরা আসুক দেখুক হাসুক
আবার জয় করুক আঠারো কে
আবার আঠারো আসুক নেমে বাংলার বুকে।

যে আঠারো জানে না মাথা ঝুঁকতে
যে আঠারো উঁকি মারে দুঃসাহসে
যে আঠারো জানে না কাঁদতে
যে আঠারো চলে দূরবীন গতিতে।

আবার আঠারো আসুক নেমে এই বাংলার ঘরে
যে আঠারো চলে দুর্বার অহিংস
যে আঠারো তুফান দুঃসাহসে
যে আঠারো জয়ের ধ্বনি গায়
যে আঠারো তরুণের আত্মবিশ্বাসে।

আবার আঠারো আসুক নেমে এই বাংলায়
বাংলার প্রতিটা সাহসী মায়ের কোলে
বাংলার যুবকের শিরায় শিরায়
বাংলার তারুণ্যের সৌর্যবির্য্যে বাহু বলে।

আবার আঠারো আসুক নেমে বাংলার ঘরে
যে আঠারো ভীরু কাপুরুষ নয়
যে আঠারো গোলাম কৃতদাস নয়
যে আঠারো কারো প্রভুত্ব নয়
সেই আঠারো আসুক নেমে মোর প্রত্যাশা।