কোন একটা সময়
আমার দীর্ঘ্য জীবনের ঘরে ওঠা
চির চেনা দেহ,মন,আলো কিংবা আঁধারে,
কাছে কিংবা দূরে,সব কিছুকে বিলিন করে
চলে যাবে নীলিমার ওপারে।
ভালবাসা কিংবা কোন প্রানের টানে,
ফিরবো না-সেদিন আর এজগৎ সংসারে,
আমার পৃথিবীটা শুন্যতায়,শুনশান পরে রবে
এক কোনে,সেখান থেকে কোন এক প্রানের টানে
আসবো ফিরে,হয়তো প্রিয়জনদের গৃহ কোনে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবো তোমাদের,
শুনবেনা কেহ; তোমাদের চোখে-
তাকিয়ে কাঁদব নির্জনে।
হয়তো পরবে, আবার হয়তো পরবেনা আমায় মনে
তবুও দিন শেষে আঁধারে মিশে-
আশা ভরা বুকে স্বপ্ন চোখে থাকব তাকিয়ে।
দূর-দিগন্তের পারের,সীমান্ত পেরিয়ে গেলেও
প্রান ভরে তাকিয়ে রব তোমার পানে।
কতো সুন্দর প্রান ভরা চঞ্চল মনে
ছুটি তেছো তুমি,
আমি অন্ধকারে প্রদীপ হীন
সঙ্গীর মতো-রবো তোমার পাশে।
তুমি যখন একা হবে, নতুন এক ভাষায়
তোমাকে শুনাবো কিছু কথা।
আমি কোন এক সময় চলে যাবো ওপারে,
নিয়ে সকল দুঃখ ব্যাথা।