দোলায় দোলাবো দোলে দোলে,
প্রজাপতি ডানা মেলো স্বযন্তে।
নৌকা চলাবো হৃদের জলে,
সুদীর্ঘ যুগল পাহাড়ের ধারে।
নরম ছোয়ার পরম দিবো,
ফাল্গুনের মেঘ কালো কাশবনে।
অতল কূপে ডোবাবো রশি,
কার্তিকের মেঘ কালো ঝড়ে।

পুস্পের কলি মধুমদগন্ধময়,
শিউলির বোঁটায় চুষিব মধু।
কাননে ফোটাবো যুগল পুস্প,
শিশির বিন্দু জলের ফোঁটা।
স্বযন্তে পূর্ণিমাতে বাধিব বাসা,
মধুর ঝাঁঝে জ্বলে গেল ঠোট,
বাঁকা ঠোঁটে দু’খানা চাঁদের হাসি।

নিশিতে তিথিতে একাকি শরৎতে,  
কেড়ে নিব ঘোমটা আলোতে আঁধারে।
ভুলিয়ে দিব কচু ফুল দিয়ে,
খুজে পাবেনা ভোরের আলোতে।
ভুলিতে পারিবে না অমৃত সুধা,
জোয়ার ভাটার নৃত্য খেলা।

বৈশাখের ঝড়ে শিহরণে দোলাবো,
ঝরণা র জলে স্নান করিব।
অন্তে ডাকাবো বিষের বৃন্দ জল,
কান্ত করিব তুষের আগুন।
ঢেলে দিব মোর শুরার ধারা,
ষোড়শী কিশোরীর শান্ত মন।
=========================
গ্রামঃ টুপি পাড়া, পোঃ খামার পাড়া বাজার।
থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।
বাংলাদেশ।