হাজারো কবিদের ভীরে তুমি মোর হৃদয় জুড়ে,
সত্যের জয়গান গেয়ে মরেও বেঁচে আছ হৃদয়ে।
জীবনের ধারা বেয়ে বিদ্রোহী কবি তুমি,
বাংলায় পূর্ণতা কাল জয়ী গানের সুরে সুরে।
জীবনের জয়গান কবিতা গল্প হাম নাথ কত সুরে,
আলোতে আধারে জয় ধ্বনির মূর্ছনা।
ধ্বনি, তিব্বতী ধ্বনি বাংলার বোলে ঢোলে,
জাতীয় কবি তুমি, বাংলার কবি কাজী নজরুল।

ভেঙ্গেছো লৌহ কপাট ফৌজের তরবারী,
ছিঁড়েছো শিকল বেরী রাজবন্দির বন্দী শিবির।
উড়িয়ে জয়ের নিশান গগন ফেরেবী জুড়ি,
প্রতিবাদী জয়ের ধ্বনি কবিদের কবি তুমি।
যুদ্ধের ধামাঢ়ল ধরণীর চারিদিকে ঝঞার,
রক্তের হলিখেলা গগন বিদারী আহাকার।
বোলে ঢোঁলে কবি সুর বিদ্রোহী গান,
কবিদের কবি তুমি, সৃষ্টিশীল কবি কাজী নজরুল।
=========================

গ্রাম টুপিপাড়া, পোঃ খামার পাড়া বাজার।
থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।
বাংলাদেশ।