গগণ জুড়ে তারার মেলা,
                            চাঁদ উঠেছে রাত্রে একা।
চাঁদের বাড়ী অনেক দূরে,
                            তারার বাড়ী রাত্রে ফাঁকা।
রাতের বেলা তারার দেশে,
                           জ্বীন পরীরা ছোটে চলে।
সন্ধ্যা বেলায় চাঁদের বাড়ী,
                           প্রদীপ জ্বলে আলোর শিখা।
তারার আলোয় জোনাক জ্বলে,
                           সাঁজ সন্ধ্যায় বাঁশ বাগানে।
চাঁদের আলো জোস্না ছড়ায়,
                            আকাশ আলোয় অভ্র লীলায়।
তারার সাথে চাঁদের কথা,
                           দূর আকাশের পরীর বাড়ী।
চাঁদের বাড়ী একলা ঘরে,
                           নয়তো কারো সাথী সঙ্গী।
গগণ জুরে হাজার তারা,
                          নয়কো চোখে গুনা যায়।
চাঁদের আলো ছড়িয়ে দিল,
                          জগৎ আলোয় ভরে গেল।
তারার বাড়ী অনেক দূরে,
                          ছোট ঘরের প্রদীপ শিখা।
মামার বাড়ী চাঁদের দেশে,
                          নানা নানী গল্প করে।
তারার দেশে পথে ঘাটে,
                         গাড়ী ঘোড়া নয়কো চলে।
চাঁদের বাড়ী প্রদীপ জ্বলে,
                         সূর্যি মামার আলো দিয়ে।
তারার দেশে সূর্যি মামা,
                         নয়কো ঘুড়ে ফিরে চায়।
পূর্ণিমাতে চাঁদের আলো,
                         জ্বীনপরীরা অট্র হেসে কয়।
তারার দেশে শীতের কষ্ঠ,
                         নয়কো ফিরে যেতে চায়।
আমি আছি চাঁদের দেশে,
                         মহাসুখে সূর্যি মামার কোলে।
রাতের বেলা আলো দিয়ে,
                         জোস্না ছড়ায় সবুজ বুকে।
মনের সুখে ঘুমিয়ে পড়ি,
                         দিনের আলো হেঁসে ফোঁটে।