কুঞ্জে বাধিবে বাসা,বলে ছিলে মোর হেতা,
মনে যে জাগিয়েছে আসা, সজাগে রাখিব তোমায়।
সেদিন গোধুলী লগ্নে দিয়েছো রাম ধনুর আভা।
তোমাতে রহিয়াছে পরশ যতনে রাখিব সেথা,
ও মোর নীল নয়না ভুলিতে পারিব না তোমায়।

মেঘ মালা হয়ে এসেছিলে তুমি পুষ্প গুচ্ছ হাতে,
রাখিয়াছ স্কুল ব্যাগে পুষ্প পক্ষ দুয়েক ধরে।
মৃদু স্বরে ডেকে ক্লাসের ফাঁকে দিয়ে ছিলে মোর হাতে,
পাঁপড়ী হারা ফুলের রাণী শুকনো গুচ্ছ হবে।
ও মোর নীল নয়না, ভুলিতে পারিব না তোমায়।

ফাগুনের ভোরে নব বধূর সাঁঝে হলুদ শাড়ীতে হেয়া,
কালো কেশের খোপায় বেলি ফুলের থোকা,
হৃদয়ে দিয়ে ছিলে মোর কাশফুলের নরম ছোঁয়া।
পেয়েছি মোর নির্জনে অফুরন্ত ভালবাসা,
ও মোর নীল নয়না, ভুলিতে পারিব না তোমায়।

গাঁয়ে হলুদের গন্ধে মাখা সন্ধ্যা হলুদ বেলা,
সখী সকলে গেঁয়ে ছিল সেথা গাঁয়ে হলুদের গান।
কাঁচা হলুদের রঙ মেখেছে কচি সোনা মুখ খানা,
মুখেতে হাঁসি আলোর ছবি স্মৃতিতে খুঁজে পায়।
ও মোর নীল নয়না, ভুলিতে পারিব না তোমায়।

লাল শাড়ীতে বৌ সেজেছে আঁচলে ঘোমটা দিয়ে,
বেহালার বোলে পালকি চলেছে শ্বশুরবাড়ির গাঁয়ে।
ফুল শয্যা আলোর ঘরে হাঁসি মাখা চাঁদ মুখ,
স্বযন্তে  রেখেছি তোমায় মনের ফ্রেমে বাধা।
ও মোর নীল নয়না, ভুলিতে পারিব না তোমায়।
========================
গ্রামঃ টুপিপাড়া, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা, বাংলাদেশ।
১৭.০৭.২০১৭