শাসনে চোষনে বলে বলিয়ান,
ভাষনে গালিতে ওরা রাজাকার,
দেবনা সরকারী চাকরির টাকা,
কোটার বৈদলতে বংশ পরম্পর।

লাখ কণ্ঠের প্রতিবাদী স্বর,
করবো মোরা কোটা সংস্কার,
মোদের দাবী মানতে হবে,
আমরা ছাত্র কোটা সংস্কার।

মারবি বুকে একটি গুলি,
মারলি গুলি চারটি বুকে,
বুকের ছাতা ভেঙ্গে গেল,
স্বপ্ন ভঙ্গ বাবা-মায়ের।

পাখির মত প্রাণ নিয়েছে,
সাঈদ ভাইয়ের মরতে হয়েছে,
বোনের আকুতি মায়ের কান্না,
কোটি প্রাণের বিবেকের বেরী।

বাবুদের দল মদদ দিয়েছে,
হায়েনার দল গুলি করেছে,
মোরা কোন দলের নই,
সাধারণ কমলমতী ছাত্র ছাত্রী।

গ্রেনেড বুলেট টিয়ার শেল,
অকাতরে ছয় প্রাণ শেষ,
জান্তা শাসন সান্ধ্য আইন,
বর্গীর দল সোনার দেশে।

নিষ্ঠুরতা, জয় হবে নিশ্চয়ই,
থাকবেনা কোটা বৈষম্য নিশ্চয়,
ছাত্র মোরা বলে বলিয়ান,
কোটা বৈষম্য ছাত্র আন্দোলন।
================
টুপিপাড়া, শ্রীপুর, মাগুরা, বাংলাদেশ।
তারিখঃ ৯ই শ্রাবণ ১৪৩১, ২৪ জুলাই ২০২৪