খুকু আজ বধূ খাঁজে,
রঙ বেরঙের চুড়ি পরে।
কাঁচের চুড়ি দেখায় ভারী,
জোড়া জোড়ায় হাতে তুলি।

বেঁদের ডালায় চুড়ির মাঝে,
দামী চুড়ি লুকিয়ে রাখে।
খুঁজে নিতে হয়নি দেরি,
নুরি খুকি মিনা সবে।

বিয়ে বাড়ী বধূ সাঁঝে,
ঘোমটা করে আচল দিয়ে।
রঙিন চুড়ি হাতে পড়ে,
ঝুন ঝুলিয়ে তালে বাজে।

ঈদ উৎসব পূজা পার্বণ,
গাঁয়ের ডালে মেলার হাটে।
বৌ ঝিয়ারি ঘরে ফেরে,
কিনছে চুড়ি চুলের ফিতা।

কাঁচের চুড়ি ঠুনকো জিনিস,
টুকা লেগে ক্ষয়ে যায়।
আঁখির জলে বুক ভাসিয়ে,
করুন সুরে কান্না পায়।

মায়ের বুলি শুনে খুকু,
কান্না থামায় মুচকি হেসে।
এবার মেলায় কিনে দেবে,
হরেক রকম নানান জিনিস।

ঝুমকো লতা কানের দুল,
নাকের নোলক মিষ্টি ফুল,
আরো দিবে হলুদ শাড়ী,
খাটি সোনা রঙের চুড়ি।
=================
গ্রামঃ টুপপিাড়া, থানাঃ শ্রীপুর,
জলোঃ মাগুরা, বাংলাদশে।