ওষ্ঠ বাড়িয়ে দাও, ফুল চন্দন ফোটাবো,
গ্রীবা মেলো স্বযন্তে পরশ দোলাবো।
মেঘ মালা হয়ে ঝরণা ছোটাবো পাহাড়ে,
আশ্বিনের কালো ঝড়ে আধার রাতে।

সুদীর্ঘ যুগল পাহাড়ের মাঝে,
নৌকা চালাবো পদ্ম ফোটা ঝিলে।
ঘন কাশবনে ভরে গেছে দুই পাড়,
যুগল পাহাড়ের মাঝে বাঁকা চাঁদ হাঁসে।

শরৎ তের কাশবনে এলো চুলে খোলা চোখে,
ঘটে গেল অভিমান বাকা চাঁদ ঠোটে।
হেসে ওঠে বাকা চাঁদ অভিমানী চোখে,
মিলে মিশে একাকার দুটি মন হাঁসে।

শিউলির বোটা হতে চুষে নিব রস,
এলো চুল খালী পায়ে আধার রাতে।
ভোরের স্নিগ্ধ জলে কাটিবে সাঁতার,
ভিজা শাড়ীর আঁচলে গোতর ছবি।

বৈশাখের কালো ঝড়ে আধার রাতে,
ছুটে গেল ঝরণা মেঘ কালো ঝড়ে।
ভরে গেল দেহ মন ক্ষণিকের ঝড়ে,
বয়স যে আঠার যুগল হৃদয়ের।

মন চায় ছুটে যায় পাহাড়ের কাশবনে,
তেঁতুলের টক স্বাদ মন চায় বারে বারে।
হাঁড়ি ভরা উষ্ম দুধে বীজ দধি নাই,
ছুঁড়ে পড়ে বীজ ফোটা জমে গেল দই।
=========================
গ্রামঃ টুপি পাড়া, পোঃ খামার পাড়া বাজার।
থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।
বাংলাদেশ।