গাঁয়ের শেষে দুর আকাশে,
উঠছে বাঁকা চিকন চাঁদ।
পাড়ার লোকে ভীড় করেছে,
দেখছে খুশির ঈদের চাঁদ।

কচি কাচা খুজে বাড়ায়,
সবুজ পাতার মেহেদী গাছ।
রাঙয়া দাদুর ঘরের পাশে,
তুলতে হবে চুপি সারে।

হাত রাঙয়াবে আপন মনে,
সখী সাথী সবাই মিলে।
অনেক নকের ফোড়ন দিয়ে,
হাত ভরেছে নানান ফুলে।

সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়ে,
ঘুমের ঘোরে হাতটি সরে,
ফুলের নকশা লেপটে গেছে,
ঈদের খুশি হলো মাটি।