বৈশাখ মাসে দুপুর বেলা গরম হাওয়া বয়,
দষ্যি বালক ঘুরে বেড়ায় সারা পাড়া ময়।
মগ শাখে আমের গুটি থোকা থোকা ঝোলে,
দষ্যি বালক ঢিল ছুঁরে আমের গুটি পারে।

পহেলা বৈশাখ দূরের গাঁয়ে দষ্যি বালক ছোটে,
ছুরি কাস্তে মিঠাই কিনবে মেলায় ঘুরে ঘুরে।
মজিদ হতে আযান হাকে সন্ধ্যা এলো নেমে,
দূরের গাঁয়ে ফিরতে হবে সঙ্গী সাথী নিয়ে।

রাঙয়া দাদুর গাছের আম কাঁচা-মিঠা স্বাদ,
সাধ্য নাহি কারোর আছে ঢিঁল ছুরবা ভাই।
দষ্যি বালক ফন্দি করে ঝড়ের তালে তালে,
আম কুড়াবে কোচে তুলে কাল বৈশাখী ঝড়ে।

বিকাল বেলা কালো মেঘে দমকা হাওয়া বয়,
বকের সারি গগন জুুড়ে দূরের গাঁয়ে যায়।
বৈশাখ মাসে কালো মেঘে কাল বৈশাখী বয়,
গাঁয়ে গাঁয়ে কাঁচা ঘর দুমড়ে মুচড়ে যায়।