চাকুরি করবে ভাই তুমি?
কর্মের অন্নেষনে শহরে যায়,
অভাব অনাটনের সংসারে,
দুঃখ দুর হবে মোর ঘরে।

ঘুমো ঘোরে প্রাতে উঠিয়া,
আলসে-অলসতা নাহি করি,
নিজের পরিচর্যা পরিপাটি করি,
কাজে অবহেলা নাহি করি।

এই কাজ কর, ঐ কাজ কর?
সব কাজ কর তাড়া-তাড়ি,
দিন-রাত করি যদিও কাজ,
শেষ হবেনা অফিসের কাজ।

মায়ের আকুতি সোনামণির ডাক,
আয় বাবা, খেজুর রসের পিঠে,
শীত যে গেলো এবারও ফুরিয়ে,
ছুটি নাই বুঝি এবারও কাজে।
================
তাং ০৮/১২/২০২১ খ্রিঃ।
গ্রামঃ টুপিপাড়া, থানাঃ শ্রীপুর,
জেলাঃ মাগুরা, বাংলাদেশ।