হলি আর্টিজান মৃত্যু পূরী,
নব্য বর্বরতা নিশানা।
মৃত্যু কে জয় করল ক’জন,
রক্ত স্নানে ওরা সাহসী প্রাণ।

জাত ভেদাভেদ উর্দ্ধে মানুষ,
বিপদে বন্ধু মোদের পরিচয়।
দিতে হয় প্রাণ, দিব মোর লয়ে,
রক্ত স্নানে ওরা সাহসী প্রাণ।

চারিদিকে ঝঞ্ঝা, রক্তের ঝরণা,
ভয়ে নুয়ায়নি বীর সাহসী মন।
দিয়ে গেল প্রাণ, নির্ভয়ে ওরা,
রক্ত স্নানে ওরা সাহসী প্রাণ।

আকুতি মিনতি, কান্নার রোল,
কি হয়েছে কি হয়েছে? জঙ্গির ঢোঁল।
ভয়ে থরথর নিরব-নিশ্চুপ বোল,
রক্ত স্নানে ওরা সাহসী প্রাণ।

কান্নায় হাহাকার মুখে নাই হাসি,
মলিন চোখে এদিক ওদিক দেখি।
সোনার দেশেতে গারদের হাতিয়ার,
রক্ত স্নানে ওরা সাহসী প্রাণ।

ঘুণে ধরা ভুলে ভরা জঙ্গির বোল,
জগৎ সংসার এ নিষ্ঠুর ধরা।
নিষ্ঠুর নির্মম ওরা জঙ্গি খুড়া,
রক্ত স্নানে ওরা সাহসী প্রাণ।

মায়ের কোলে তে, আদুরে খোকা,
দোলার দোলে, খেয়েছে দোল।
ফাঁকি দিয়ে গেল মা তোমার ফারাজ,
রক্ত স্নানে ওরা সাহসী প্রাণ।

=========================
গ্রামঃ টুপি পাড়া, পোঃ খামার পাড়া বাজার।
থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।
বাংলাদেশ।