পূর্ণিমাতে দ্বিতীয় তিথি ফাগুন মাসের চাঁদে,
কৃষ্ণ নাচে রাধা নাচে হলি খেলার বোলে।
রঙ মেখে সং সাজে ঢাকের তালে ঢুলি নাচে,
হলির দিনে কৃষ্ণ আসে রাধার কোলে বসে।

পূর্ণিমাতে চাঁদের আলো গগন খানি জুড়ে,
রাধা আছে আসন পেতে কৃষ্ণ আসে নীড়ে।
হলির দিনে নৃত্য করে নর সাজে কৃষ্ণ রুপে,
রাধার কুঞ্জে বাসা বাঁধে কৃষ্ণ করে বাস।

কোমল পরশ রুপের ছোঁয়া হলির দিনে টানে,
তাইতো এত রাধা কৃষ্ণ নেচে গেয়ে হাসে।
কুমারীরা যোগ্য করে কৃষ্ণ ছোঁয়া পেতে,
হলির দিনে রাধা কৃষ্ণ কোমর বেধে নাচে।

সবাই ভাবে হলির দিনে রাধা কৃষ্ণ আবির্ভাবে,
কুমারীরা নৃত্য করে গঙ্গা স্নান দিয়ে।
পূজা ঘরে মন্ত্র পাঠে শিব ঠাকুরের তুষ্ট করে,
কৃষ্ণ এলো স্বামী রূপে মনের বন্দনায়।

হিন্দু পাড়ায় অলি-গলি হলি খেলায় ছুটোছুটি,
কৃষ্ণ ভক্ত নর-নারী হলির নেশায় মাতে।
রঙবেরঙ পোশাক পড়ে কালি কুলি মুখে মাখে,
মনের সুখে সং সাজে কৃষ্ণ ভক্ত খেলায় মাতে।

আয় ছুটে আয় শিশু কিশোর হলির খেলায় মাতি,
নৃত্য করি আদর করি রাধার কুঞ্জে বাসাবাধী।
হলি হলো কৃষ্ণ মেলা বছর ঘুরে আসে,
কৃষ্ণ নাচে রাধা নাচে স্বর্গ নাচে সাথে।
======================
কোন ফাগুনের দিনে, ২০১৭ খ্রিঃ