আজি বাসরও শয়নে রাতে,
সঁপে দিলে দেহ মন মোরে।
শয়নও কক্ষে আঁধারও রাতে,
দেখেছি কালো চোখ; কালো হরিণী।

এলো চুল খালী পায়ে আধার রাতে,
পূর্ণিমার চাঁদ হাঁসে ঈশান কোণে।
শয়নও বাসরও রাতে অধরা কথা,
অভিমানী কালো চোখ, কালো হরিণী।

লুকিয়েছো কি যেন? আঁচল তলে,
লাজু লাজু বাঁকা হাসি আঁচলে ঢাকে।
জাগিয়েছো বক্ষদ্বয়; উইয়ের ডিবি,
দেহ মনে বয়ে গেল; অশ্বিনের ঝড়।

উষ্ণ পরশ ছোঁয়া; মিটিমিটি হাঁসি,
সাগরের ঢেউ জাগে; দেহ মন খুশি।
জোয়ারের ঢেউ বয় দুই পাড় বেয়ে,
কাজু কাজু চাঁদ মুখ কালো হরিণী।

পূর্ণিমার চাঁদ ফাঁসে; দেহ মন জাগে,
কেশ ছেড়ে বক্ষ দ্বয় আঁচলে ঢাকে।
জোয়ারের ভাঁটা বয় নদী জল সাগরে,
তৃপ্ত সিক্ত কালো চোখ, কালো হরিণী।

ভোরের সুশীতল স্নিগ্ধ মুক্ত জলে,
ধুয়ে মুছে পাক-সাফ ক্লান্তি দুরে।
রোজ রাতে মেতে উঠি নব নব সুখে,
চির সুখী কালো চোখ, কালো হরিণী।
=========================
গ্রাম টুপি পাড়া, পয়ঃ খামার পাড়া বাজার।
থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।
বাংলাদেশ।