চৈত্র মাসের জ্যোৎস্না রাতে,
নিশা চড়া পাখির ডাকে,
ঘুম ভেঙ্গে য়ায়----।
মনে হল জানালা দিয়ে,
অতন্দ্র প্রহরী রা মিট মিট করে হাসছে।
বসন্তের উন্মাদ নায়--,
হৃদয় স্পন্দনে দোলায় দিয়ে,
পালিয়ে গেল দুর দিগন্তের অন্তরালে।
বরুনা, তোমার কি মনে পড়ে?
ষোল বছর আগের--,
একটি লাল গোলাপের কথা,
আজও হৃদয়ের ফুলদানী তে--,
অক্ষত অবস্থায় রেখেছি তারে।
হৃদয়ের সরোবরে, বৈশাখের কালা ঝড়ে,
সাহারার মরু বুকে, আমাজান নদী তীরে,
জানি না ত্রি ভুবনে পাবো কি তারে?
হৃদয়ের জালে খুঁজেছি তারে মেলে নি যারে,
জানি না ত্রিভুবন পাবো কি তারে?
তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা, মেটানো গেল না আজও,
সেই তৃষ্ণা রয়ে গেল--।
===================
২০১৭ সালের শরৎ কালের কোন এক দিন।
গ্রামঃ টুপি পাড়া, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।