গগন জুড়ে মেঘ করেছে,
মুশল ধারে বৃষ্টি পড়ে।
খাল বিল জলে ভরে,
সব মাছেরা লাফিয়ে চলে।
ঘ্যাড়ং ঘ্যাং ব্যাঙ ডাকে,
সোনা মনির ঘুম ভাঙ্গে।

কলমি পদ্ম শাপলা ফোটে,
পাতার ফাঁকে জলের দেশে।
রঙিন ফুলের ভেলা ভাসে,
কচি কাঁচা শাপলা তোলে।
ঘুনি চারো জাল পাতে,
ট্যাংরা পুঁটি আটকা পড়ে।
============
গ্রামঃ টুপিপাড়া, পোঃ খামার পাড়া বাজার।
থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।