শীতল হিমেল আধার রাতে উষ্ণ অভিমানী কণ্ঠে,
বাড়িয়ে দিয়েছি অমৃত সুধা যতবার চেয়েছো তুমি।
নয়ন আলোতে উভয়ের টিবি দু’টি ছবি জাগে,
অশান্ত হৃদয়ে ভেঙ্গেছি ঢিবি হাতের পরশ দিয়ে।
অভিমানি, কালো কেঁশি, কালো মেয়ে বাঁকা চোখে হাসে,
কোথা হতে ঝড় এলো উড়ে গেলাম অজানা কোন দুরে।
অতৃপ্ত এক হৃদয়ে শান্তির বার তা বহিয়ে দিলে ক্ষনে,
তোমার অঙ্গিনায় বসত করিলাম অঙ্গনা তোর নিড়ে।

নিশা চড়া পাখির ডাকে ঘুম ভেঙ্গে যায় রাতে,
দৌড়ে ছুটি তোর আঙিনায় শয়ন প্রদীপ জ্বলে।
কিভাবে ডাকবো তোকে দোয়েল পাখির শীষের সুরে,
আয় ছুটে আয় ডালিম তলায় জোনাক জ্বলে ঝাঁকে।
আচল ঢাকা দিয়ে পহেলা বাসর শয়ন রাতে,
দুই তাকিয়া তাকিয়ে আছে লজ্জা স্বজল চোখে।
তোর আঙিনায় বসত করিব সারা জীবন ধরে,
নিশি রাতে নিদ্রা ভাঙ্গে অঙ্গনা তোর ঘরে।

চাঁদের আলো নিশি রাতে গোপন বাসর ঘরে,
অবাক জোন্সা ডুকে পড়ে গগন প্রহরীরা হাসে।
চাঁদের আলো লুকিয়ে গেল বাঁশ বাগানের ফাঁকে,
খ্যান্ত হলো লাটাই ঘুড়ি, সূর্যি মামা জাগে।
সারা রাতে বইয়ে দিলাম শিশির মুক্ত জলে,
বছর শেষে কুড়িয়ে পেলাম হিরা মানিক ঘরে।
সারা জীবন স্বরন রাখিব ভালবাসার দানে,
দুটি হিরা মানিক জ্বলে অঙ্গনা তোর ঘরে।
=========================
গ্রামঃ টুপিপাড়া, পোঃ খামার পাড়া বাজার।
থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা।
বাংলাদেশ।