এ তুমি অন্য তুমি নও সে তুমি
আমার কবিতা যে তুমির তরে বোনা,
এ তুমি অন্য তুমি নও সে তুমি
আমার মহা কাব্যের নায়ক যে জন
পাতায় পাতায় করছে লীলা
বৃন্দাবনের কৃষ্ণ সেজে মাতিয়ে রেখে বসুন্ধরা।
এ তুমি অন্য তুমি নও সে তুমি
পাগল করা বাঁশির সুরে
মন মাতানো মোহন রূপে
নিত্য নতুন যে করছে খেলা ।
ডেকে যাই তাই অবিরত হায়
গহিনে বিরহ প্রদীপ জ্বলে,
আদি রূপে তুই আয় রে সখা
তোর প্রেমিকের আহ্বানে।