সত্য তুমি প্রিয় সুন্দরও প্রাণ,
প্রেমেরও মুরোতি সখা গাই তব গান।

কুঞ্জবনের সখা বংশীধারী,
ওগো ব্রজের রাখাল মন নিয়াছো কাড়ি।

আকাশের চাঁদ যেনো মেঘে তে লুকায়
যদি , সুদর্শন প্রিয়া মোর তার পানে চায়।

দেখো শির ঝুঁকায়ে আজ বসেছে মদন,
দাঁড়ায়ে যে দুয়ারে তার সখা মদন মোহন।

আমার শত কবিতার তুই পঙ্ক্তিমালা ,
তুই প্রেমেরও স্বরূপ তুই বিরহ জ্বালা।

মোর বৃন্দাবনের ওগো নন্দলালা ,
তোর চরণও রেণুর লাগি মন উতলা।

আমার প্রেমেরও গোলাপ দিয়ে গেঁথে মালা,
আজি নিশিতে রয়েছি জাগি সাজায়ে শত পুষ্প ডালা‌।

তোর মোহনো রূপে মাত বসুন্ধরা ,
এই আশেক হৃদয় জপে তব নামের মালা।

তোর প্রেমের সারাব আজ করিয়াছি পান,
মজনু হৃদয় হায় হয়েছে মাতাল।

পাষাণ গ্ৰীষ্মে তুই হিমেল হাওয়া ,
তুই তপ্ত মরুর বুকে ছুটে চলা শীতল জলের ধারা ।

ভরে যায় কোটি প্রাণ তোর প্রেমের আবেশে,
মনো প্রাণ দিলাম শপে তোর দাসীর বেশে।

মিনতি করি তব রাঙা চরণে ,
স্মরণে রাখিও সদা এই আশেক জনে।