ধরো আসলো এমন ও দিন
ভুলে গেলে মোরে পিয়া,
পিছনে ফেলায়ে শুধু সোনালী দিন।
ধরো আসলো এমন ও দিন
বলবে না আর কথা,
লাগালে ঠোঁটে অবহেলার খিল।
ধরো আসলো এমন ও দিন
দেখলে না আর মোরে,
ঢেকে নিলে এক অচেনা চশমার ফ্রেমে
তোমার ঐ চিরচেনা চোখ দুটি ।
ধরো আসলো এমন ও দিন
চিনলে না আর মোরে,
লাগায়ে নিলে তোমার ঐ চিরচেনা মুখে
অচেনা মুখোশ একদিন।
ধরো আসলো এমন ও দিন
চলে গেলে বহু দূরে,
ফিরলে না আর আমার কাছে
ধরলে না আর হাত দুটি মোর কোনোদিন।
আচমকা যদি এমনটি হতে দেখি
পাল্টে যায় যদি হঠাৎ করে চিরচেনা এই পৃথিবী,
কি করে সহ্য করবো তখন
কি রূপে আমি প্রতিরোধ করবো তোমার ছুড়া সে তীরের বারি?
সইতে পিয়ার তীরের আঘাত
তাই আজ হতে সেজেছি রণ সাজে,
তোমার তীরে হলেও কাবু
প্রাণ যাবে ধুঁকে ধুঁকে ।
চোখ বুজার আগে আমি দেখিবো দু'চোখ ভরে,
শেষ কল্পনায় জড়ায়ে ধরিব তোমায়
শেষ যাত্রা করিব সুখে।