আমার তো হারিয়ে যাওয়ারই কথা ছিল
আরো অনেক আগে,
আমি যে এখনও হারাইনি এটা আমার অনুচিত কর্ম।
আমি হারিয়ে যাবো এমনই বিধান ছিল
কিন্তু আমি থেকে গিয়েছিলাম কিছু প্রেম কিছু মায়া ও কিছু সম্পর্কের হারিয়ে যাওয়ার ভয়ে।
কিন্তু যাদের পিছুটানে আমি বিধান কে রেখেছি
অপেক্ষায়
তারা কি আদৌ আমার ছিল? তাদেরও কি আমার জন্য কোনো প্রেম ছিল, ছিল কোনো পিছুটান?
তারা কি আমাকে হারানোর ভয়ে করেছিল কিছু ত্যাগ?
না, তারা করেনি। তাই ভেবেছি আর বিধান কে অপেক্ষায় রাখবো না।
তাই তাঁকে আমি দাওয়াত দিলাম তার সাথে হারিয়ে যাবো বলে।
এখন যে সময় হলো হারিয়ে যাওয়ার,
হারানোর উন্মাদনায় আজ যেনো তাই মেতে উঠলাম।
হারিয়ে যাবো দৃশ্য হতে অদৃশ্যে,
রয়ে যাবো সম্পৃক্ত সম্পর্কের জীবনের গল্পগুলোর
সামান্য একটু অংশ হয়ে।
যে অংশ হয়তো কেউ জমা রাখবে অপ্রয়োজনীয় ফাইলের ভাঁজে, কেউ হয়তো ফেলে দিবে সেই অংশ আস্তাকুঁড়ের মাঝে।
এর মাঝেও আমি আসবো অনেকের মাঝে
আবার হারিয়েও যাবো সময়ে কিংবা অসময়ে,
হবো বারংবার ধ্বংস এবং সৃষ্টি
আমায় কি রাখবে মনে?