কেমন তোমার রূপ গো সখা
কেমন তোমার রূপ!
এক ঝলকে করলায় পাগল
হইলাম যে ব্যাকুল।
নিশি রাতে শয়ন কালে তোমায় মনে পড়ে,
দূর থাইকা তোর বাঁশিরও গান আমার কানে লাগে।
কোথায় তোমার বাড়ি সখা কোথায় তুমি থাকো?
নিশি রাইতে প্রেম বাঁশিতে গান কেনো বাঁধো।।
মদনোমোহনো তুমি কোন বা বনের কৃষ্ণ,
যে দেখবে সে পড়বে প্রেমে তুমি এত মনোহরো!
আমার প্রেমের কানাই তুমি সখা বংশী ধারী,
বাঁশির সুরে করলায় পাগল মন নিয়াছো কাড়ি।।
চাঁদের মতো মুখ খানা তার দুধে আলতা বরণ,
অন্ধকারে জ্যোৎস্না ছড়াও করো যে মন হরণ।।
দূরে দূরে থাকো সদাই দূরে দূরে থাকো,
নিশি রাইতে মধুর সুরে ইশারাতে ডাকো।
আর করোনা প্রেম ছলনা,একবার কাছে আসো,
রোজ ছিটাবো আতর চন্দন যদি আমায় ভালোবাসো।
মন আসনে রাখবো তোমায় তুমি মনের রাখাল রাজা,
মরণ কালে দেখা দিও ওহে প্রাণো সখা।