আমি তো ভাবছি তোমায় ক্ষণে প্রতি ক্ষণে,
তুমিও কি ভাবো আমায় বসে নিরজনে?
আমার কি সুখে যায় দিন রজনী কেউ তো জানে না,
তোমায় ছাড়া আমার শূন্য ভূবন ভালো তো লাগে না।
তাই একলা বসে নদীর ধারে ভাবছি তোমার কথা,
বারে বারে বোধ হচ্ছে তোমার শূন্যতা।
আমি যেমন ভাবছি তোমায়, তুমিও কি তেমন ভাবো?
একলা বসে নদীর ধারে তুমিও কি আমাকে অনুভব করো?
হাজার মুখের মাঝে আমি যেমন তোমায় খুঁজে ফিরি,
তুমিও কি তেমন করে আমায় খুঁজে ফেরো?
দিনের শেষে সবার প্রিয় যায় যে ঘরে ফিরে
তুমি বন্ধু আসো না তো রই তোমার পথও চেয়ে।
আশায় আশায় দিন কেটে যায় বন্ধু আসবে বলে,
নদীর ধারে বসে থাকি বন্ধের নৌকা দেখবো বলে।
বন্ধুর আশায় বসে আছি পেতে শীতল পাটি,
বন্ধু আসলে বসতে দিবো,দেখে জুড়াবো দুই আঁখি।
নাই যে আমার বিদ্যা সাধন,নাই টাকা কড়ি,
বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাই বলি।
কে আছো গো নাও এর মাঝি অচিনপুরে যাও,
সোনা বন্ধুর খবর জানলে আমায় নিয়া যাও।