এ রাত কী শিখায়?
কেউ গভীর ঘুমে,
কেউ প্রভুর নামে।
কেউ জীবনানন্দে ভাসে,
কারো জীবন বেদনার পাশে।
কেউ স্বপ্ন দেখে সুন্দর পথে,
কারো জীবন অপরাধের সাথে।
অতীত জীবনভাবনায় কেউ হাসে,
কেউবা কাঁদে।
প্রভাত আভা ফুটতে,
ফিরে আসে আপন জীবন পথে।
কী শিখালো এ রাতে?