দুই হাতের মুঠোয় তোমার স্মৃতি
আমি ঘাপটি মেরে ধরে রেখেছি।
তেঁতুল গাছের পাতা উল্টানো বিকালের
কথা মনে আছে, ভালো ।।
লজ্জাবতী পাতার মতো মুড়ে গিয়েছো
আমার ছোঁয়ার স্পর্শে ।।
নদীর স্রোতস্বীনি পাক খেয়েছিলো
আমাদের প্রেমালাপ শুনে ।
কাশবনের ভিতর দেওয়া
ঘাসের ডগাটির মতন ।
ছটফট করেছিলো তোমার হৃদয়
বলাকারা উড়ে গিয়েছিলো আকাশের 'পরে
চঞ্চল মেঘ স্পর্শ করেছে ডানা
ধবল পালকের মতই ছিল
আমাদের উভয়ের মন ।।
তবু স্মৃতি যেন শুধুই স্মৃতি
সবকিছু শেষ করে পুড়িয়ে
তবুও মানুষ,
তবুও মানুষ স্মৃতি নিয়ে
নিজেকে পোড়াতে ভালোবাসে।।