পাঠ্য বইয়ের পাতায় পাতায়
আটকে থেকে বহুদিন
আমার আর হয়নি দেখা
সরলরেখায় পাঁচটি  তারা
পূর্ব আকাশের সুবহে সাদিক
পূর্ণিমার রাত কি অমলিন।
জোয়ার ভাটার অংক কষে
ক্লান্ত হয়ে ছিলাম বসে
হয়নি দেখা জোয়ার ভাটা
সাগর তীরে হয়নি হাঁটা।
দেশপ্রেমের রচনা শিখতে
আমার ছিল বিষণ ইচ্ছে,
কঠিন বানান আর দৃষ্টান্ত লিখতে
আমার আর হয়নি দেশপ্রেমিক হওয়া।
জটিল সমীকরণ মিলাতে গিয়ে
হটাৎ দেখি মাঝবয়সে
জীবন সমীকরণ মিলছে না মোর,
রাত গেছে উপন্যাসে
নেশায় পড়ে হয়েছে ভোর
দুইয়ে দুইয়ে চার মিলেছে
প্রেম করা হলোনা মোর।