অনেকদিন তোমার কোল মাথা রেখে
অনুভব করিনি প্রেমময় আতিথেয়তা।
অনেকদিন ত্রি কোন ভূমিতে করিনি চাষাবাদ,
অনেকদিন,
তোমার ছায়ার সাথে মিশে যায়নি আমার ছায়া,
অনেকদিন আমার অনুভূতিগুলো স্নায়ুতন্ত্রগুলো জটিলতায়
শূন্যে অবস্থান করছিলো।পাথরচাপা
হলুদ ঘাসের মত মৃত আমার চাওয়া,
আমরা বিচ্ছিন্ন আছি আমাদের থেকে,
আমাদের অন্তরঙ্গ আলাপচারিতায় নির্বাসনে আছে ,অনেকদিন।
আমাদের ভিন্নতর প্রেক্ষাপট নির্মানের ভাবনা
আমরা বিসর্জন দিয়েছি। আমাদের বিন্দু বিন্দু রক্তপাত
হন্তারক দানবের হাত লাল করে দিয়েছিলো। কুটিল
শকুনের কুচক্রি থাবায় আমরা আলাদা হয়ে গিয়েছিলাম
নিয়তির জটিল আবর্তে। আমরা অনেকদিন
জোড়া পায়রার স্পর্শে আসিনি। অথচ জানতাম
আমরা আমাদের জন্যই পেছনের সকল অঙ্গীকার ভেঙ্গে
কাঁটাতারহীন এক জীবন যাপনের জন্য অগ্রসর হচ্ছিলাম।
আমাদের পথ মসৃণ ছিলো,
আমাদের মস্তিষ্ক পরিষ্কার ছিলো,
আমাদের হৃদয়, সকল বাধা অতিক্রম করার সক্ষমতা নিয়ে
সদম্ভে ঘোষণা করেছিলো, যুগল সমর্পনের।
আমাদের উচ্ছসিত স্বপ্ন,অনেকদিন দুঃস্বপ্নের বেড়াজালে বন্দি।
আমাদের শৃঙ্খল হীন ভালোবাসা,শৃঙ্খল মুক্ত হতে পারেনি আজো।
যে চাষাবাদের দৃঢ় সংকল্প নিয়ে মিশেছিলাম আমরা,
জটিল জন স্রোতের কুটিল প্ররোচনায় পৌরাণিক চাষা এখন
ফলাহীন লাঙ্গল কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় জনারণ্যে।
উপোষী জমিন জলের জন্য হাহাকার করে।
অথচ আমরা অনেকদিন, ফোঁটা ফোঁটা জল জমিয়ে
রেখেছিলাম ভীষণ রকম ভালোবাসায়।
©
হাসান কামরুল।