আমার একটা গ্রাম ছিলো,
মাঠে সবুজ ঘাস ছিলো।
এক দুপুর রোদ ছিলো।
মেঘলা আকাশের বৃষ্টি ছিলো।
সবার অনেক সুখ ছিলো।

তোমার একটা শহর ছিলো,
ইট পাথরের দালান ছিলো।
পিচঢালা কতো রাস্তা ছিলো।
রাত-দিন কোলাহল ছিলো।
মানুষ গুলোর কিছু কষ্ট ছিলো।


সেই শহরে আমার জীবিকা হলো।
তোমার সাথে  দেখা হলো।
একসাথে কতো কথা হলো।
কতো রাস্তায় চলা হলো।
শহরটা আমার আপন হলো।


আচ্ছা, সেই গ্রামটা কি এখনো আগের মতোই?
হবে হয়তো...।
আর শহরটা?
সেখানে আর তুমি নেইতো।