তারা হয়তো একবার ভাবে
আমরা হাজার বার।
তারা হয়তো ১টায় ঘুমায়
আমরা ৫টা পার।
.
তার হয়তো ঘুমের দেশে
থাকে ঘুমে মগ্ন।
আমরা আবার ঘুমের ঘোরেও
দেখি তাদের সপ্ন।
.
আমরা ভাবি রাতের শেষে
তারা কখন অনলাইনে আসে??
তারা হয়তো সকাল বেলায়
বইটা খুলে পড়তে বসে।
.
আমরা উঠি ১০টার পরে
ব্রেকফাস্ট না করলেও চলে।
তার হয়তো এরই মাঝে
৭ বার খায় রান্নার ছলে।
.
আমরা হয়ে যাই রুটিনে নবাব
রীতিনীতির পরে অভাব।
কিন্তু..
তাদের লাইফ আগের মতোই
ভালোবাসার নেইকো প্রভাব।