বায়ান্ন তে ভাষার জন্য রক্ত দিল যে সমাজ
দেশ স্বাধীনের জন্য আবার বুক পাতিল সে সমাজ। 
ছাত্ররা না থাকলে কি আর জন্ম হত স্বাধীন দেশ,
সেই ছাত্রের বুকে গুলি, স্বাধীন দেশের এ কি বেশ? 

একাত্তরের যোদ্ধারা কি দেশ এনেছে কোটার তরে?
তা না হলে বাকিরা আজ বঞ্চিত কেন কোটার ভারে? 
মেধা ছাড়াই দেশ চলবে ভাবছ এটাই তাই না কি ?
দেশের গলায় ধরবে ছুড়ি আর তো কিছু দিন বাকি।  

নিরাপদ সরক চাওয়ায় রক্ত ঝরল আঠারোতে।
চব্বিশেতে কোটার জন্য , দোষ কি সব ছাত্রত্বে?
বোনের মাথায় করলে আঘাত, বুক ভাসালে রক্ততে
হানাদারের চাইতে কম দেখছি না তো কোন খাতে। 

অধিকারের জন্য তারা লড়ছে আরো লড়বে বেশ।
বায়ান্নতে ভাষার জন্য হাল ছাড়েনি সর্বশেষ। 
চব্বিশেতে ছাড়বে না কো করবে আদায় অধিকার,
দেশটা কারো একার নয় এটিই হোক অঙ্গিকার।

ঘৃন্য তোমার জন্ম আজ ঘৃন্য তোমার ক্ষমতায় ,
মৃত্যু তোমার হাসবে দেশ জানাবে তখন শুকরিয়া।
লজ্জা হবে তোমার মায়ের গর্ভে ধরে তোমাকে,
এক জন্মেই এত পাপ ঠাই হবে না নরকে। 

ভাইয়ের বুকে গুলি চালাও , বোনের বুকে দিচ্ছ হাত
ওই হাতেই খাচ্ছ খাবার, কেমন করে ঢুকছে ভাত?
বুকের পাটা লম্বা করে নেমেছে তারা রাজ পথে। 
কোন সাহসে রুখবে তাদের দেখা যাবে মাঝ রাতে।