জাগো শিশু চলো কিশোর
ভীত হয়ো না আঘাতে,
তোমরা টুটাবে তিমির রাত
ঊষার রাঙ্গা প্রভাতে ।

বলিষ্ঠ হয়ে কিরণ দিয়ো
এ পৃথিবীর বক্ষতে,
তোমরা হবে সুখের নির্গম
সহস্রবিহারের শান্তিতে।

জাগো শিশু চলো কিশোর
ভীত হয়ো না আঘাতে।

তোমরা হবে বীর নওজোয়ান
তোমরা হবে মুজাহিদ,
ভাঙ্গবে তরা বাধার জোড়া
ভাঙ্গবে আধারের খনি ।

তোমরা হবে প্রহরী গ্রহ
এ ধরণীর প্রান্ততে,
জাগো শিশু চলো কিশোর
ভীত হয়ো না আঘাতে।

থাকিবে তরা সাহসে অটল
হাজার বাধা আসলেও,
ক্লান্ত হয়ো না ময়দানেতে
রক্তে নদী ভাসলেও ।

ন্যায় চিনিয়ে আনিস তরা
ভয় করিস না ক্লান্তিতে,
জাগো শিশু চলো কিশোর
ভীত হয়ো না আঘাতে।


লিখেছিলাম
১৩/০৭/২০১০