ঘুমের ঘরে স্বপ্নে দেখি
সোনার অট্টালিকা।

অট্টালিকার ধারে থাকে
ছোট্ট পিপীলিকা ।

একদা তারে জিজ্ঞেস করিলাম,"
এই মহা অট্টালিকা কার?"

উত্তরে বলিল সে, "এক মহারাজা
বাদশা শাহরীয়ার।"

পুনরায় বলিলাম তাকে,"
কি আছে এটার ভিতর?"

জবাবে বলিল সে," মনি ,মুক্তা, স্বর্ণ আর মোহর।"

পুনরায় বলিলাম তাকে আমি,"
মহা সম্পদ পেল কোথায়?"

সে বলিল, "এক জননীর
  ক্ষুদ্র একটি  দোয়ায়।"

বলিলাম, "আমি যদি পেতে চাই
এই মূল্যের ধন! "

বলিল সে,"তোমার ঘরে আছে
করিও যতন ।"

বলিলাম তাকে আবার,"সে কোন ব্যক্তি একটু পরিচয় দাও?"

সে বলিল, "মা জননীর পদতলে
উৎসর্গ হয়ে যাও ।"

ছোট্ট একটি পিপীলিকা  দিল আমায় আদেশ

সেই ধনের চেয়ে
অমূল্য রতন মায়ের খেদমত ও উপদেশ ।

likhecilam
২০/ ০২/ ২০১১

kalponik kobita
ওয়াপমাস্টার মাহমুদ