বঞ্চনা ঠারে ভীষণ স্বাধীন স্বদেশে
দুর্নীতি করেছে গ্রাস, পাক্ষিক মহড়া
ঘন-ঘোর নির্যাতন মানবতা নাশে
আইন সিদ্ধ গোলাম, নিভৃতে প্রভুরা।
রন্ধ্রে ঈর্ষা উগ্র হৃদে ভ্রাতৃত্ব উপাড়ি
অন্ন মেরে নির্ধনের,ভাব মহীয়ান
ধর্ষণ-ডাকাতি খুন ঝি'র আহাজারি!
সৃপ্ত ন্যায় বিঘ্ন হর্ষ দর্পে বলিয়ান।
গঞ্জি পীড়ন-উচ্ছেদ শিকড় দহনে
দুষ্কর্ম লুণ্ঠিত বদ- দমনে নির্মূল
নহে নিগ্রহ শাশ্বত ইতর উত্থানে_
আশু অব্যর্থ বিনাশ! বহ্নি বৈরীকুল।
দুরন্ত বিস্ময় পণ দুর্নিবার প্রাণে
অধীর ত্রাসন যম দাহন শ্মশানে।
শব্দ ব্যাখ্যা
বঞ্চনা-> প্রতারণা
নির্ধনের->গরীবের
সৃপ্ত - > লোপ,বিলীন
হর্ষ। -> সুখ,শান্তি
গঞ্জি -> তিরস্কার করা
নিগ্রহ->জুলুম,নির্যাতন
শাশ্বত->চিরকাল
ইতর-> সামান্য,তুচ্ছ
দুর্নিবার -> যা দমন করা যায় না
(সেকসপীয়রীয়,অক্ষর-মাত্রা,বর্ণ বিন্যাস ৮+৬)