জাগো বলিয়ান বর্ষে নিশান
ভেঙ্গে ত্রাসের দল
স্পর্ধা মহান বক্ষে প্রয়াণ
দুমড়ে-মুচড়ে চল।
যত সব ফন্দি কু-অভিসন্ধি
পুড়ায়ে সব বদ
অগ্রে ভ্রমণ দাপট চরম
মারি কুদিন সব।
দ্বন্দ্ব পীড়ন মর্মর ধ্বনি
অনল অভ্রভেদী
জীবন্ত শব প্রোন্নত তুলি
রণে ভূতল ছেদি।
ঘুমন্ত শূর হস্তে নিধন
তমসা কেটে জাগি
বিদ্রোহী মন কাঁপায় অরি
অদ্য কামান দাগি।
সমৃদ্ধ শির উত্থিত বীর
মস্তক উঁচু করি
সংঘাত মূল ধ্বংস করি
রণে ভীষণ লড়ি।