তোমার ছবি.....যেটা ম্যাসেঞ্জারে এলো ঊড়ে
সবাকে’র ভাবনা ঘুরে যায় নির্বাকের বাক্যতোড়ে,
ছবির ক্যাপশন’টা দিয়েছো.......‘তোমার জন্য’,
এটা পেয়ে আমি ধন্য
জীবিতের চেয়েও যেন বেশি জীবন্ত,
ছবিটা সব কথা বলে-
যতো কথা তুমি এখনো রেখেছো আড়ালে,
তুমি যা চাওনা বলে মুখে বলো
কিন্তু তোমার ছবিটাতো বলে ; ‘চলো চলো’।
নীলাভ ওড়নায় আবৃত জমিনটা আকাশের মতো
একটুখানি বেরোনো কামিজটা তারায় তারায় খচিত
একদৃষ্টে চাহনিরত ডাগর দুটি চোখ.....
হাজারটা কাব্য হতে পারে রচিত,
বুকে জমাটবাঁধা ব্যথার আঁকড়
পড়তে পারে গলে গলে..
তোমার আদরমাখা ছোঁয়া পেলে
উঞ্চতায় যেমন হিমবাহ গলে
তোমার ছবিতো তাই-ই বলে,
অথচ; মুখে কতোসব ছেলেভুলানো কথা বলো
সুন্দর স্বপ্নের উপর.....স্বপ্ন ভাঙ্গার ঢেউ শুধু ঢালো,
হালকা গোলাপী রং-এর ঠোঁটদুটো.....ডাকছে
“আমায় নিরুদ্দেশে নিয়ে চলো”,
এখন বলো;....উপেক্ষা করতে পারি?
গলায় ঝুলানো চিকচিকে লকেট’টাতেও দেখি
নামটা লেখা আমারি......
সুবিন্যস্ত কেশ আর ঝিঙ্গেফুলের নাকফুল...বলে
খুজিতেছি যা জীবনান্ত; এই প্রতিচ্ছবি যেন তারই।