তোমার জন্যই পাখি গায়
মিষ্টি মধুর সুখের গান
বাদাম ঊড়ে পানসি নায়
মাঝির গলায় উদাসী তান,
এক পৃথিবী প্রেমের ডালায়
তোমায় বরণ করবো অামি
হাওয়ায় ভাসা স্বপ্ন ভেলায়
যাবো যেথা চাঁদের ভূমি,
তোমার জন্যই ফুঁটে ফুল
কত নাম তার বাহারি
ঝিলে ভাসে শালুকের চুল
ধার করেছে রূপ তোমারি,
তোমার জন্যই মেঘ বর্ষে
সিক্ত করে ধরণীর মরু
বৃক্ষে বৃক্ষে কূজন হর্ষে
সবুজে ছায় সকল তরু,
প্রভাত বেলার তুমি প্রভা
সন্ধ্যা কালের বকের সারি
রঙ্গে মাখা গুধুলী অাভা
চাঁদনী রাতের মায়া ভারী,
তোমার জন্য বাঁচি শুধু
তোমার জন্যই মরতে পারি
তুমি ছাড়া পৃথিবী ধূ-ধূ
শশ্মান হয় মোর সুখনগরী।