তুমি ফিরবেই ঠিক ফিরবেে
এ বিশ্বাসে এখন চিড় ধরেছে
মধুর স্মৃতির তকতকে ক্যানভাসে
অবিশ্বাসী ধূলোর আস্তরণ পড়েছে,
এখনো রোজ নিস্তব্ধ মধ্যরাতে
খালি গায়ে জোসনা মাখি
ছূঁয়ে দেয়ার অনুভূতি পেতেে
উপহাস করে সব রাতজাগা পাখি,
কান পাতি দখিনে সমীরণে
মনে বড়ো আশা নিয়ে
তোমার পরশ পাইনা তাতে
বাতাস পালায় ফাঁকি দিয়ে,
শ্রাবনের বৃষ্টিতে জুবজুবে ভিজি
ধূলির আস্তরণ ধূয়ে যায় যদি
আমিও কাঁদি আকাশের সাথে
বৃষ্টিকে বুঝি বারণ করেছে বিধি,
তরী বাই স্রোতের বাঁকে বাঁকে
ঘোরপাকে যদি ঐ ঘাটে ঠেকে
কাছাকাছি এসেও যে কতবার
নদী যায় অন্যদিকে বেঁকে,
চারিদিকে শুধু তোমাকেই খূঁজি
যেন জীবন তৃষার অন্বেষনেে
এ বিশ্বাসে এখন চিড় ধরেছে
আসবে তুমি জীবনের শুভক্ষণে।