এখনো যদি কেউ বলে-
বাহ্ , অাপনার মাথায় কুচকুচে কত্তো চুল !
অথচ চুল উজাড়; নাপিতের পয়সা বাচার যোগাড়,
তখন কেমন লাগে ?
এখনো কেউ যদি চোখ টিপে বলে-
অাজ শাড়ীটা অাপনার জন্যই পড়েছি !
ধক্ করে দ্বন্ধে পড়ি তালগোলে ,
কেনো হলোনা অাগে ?
এখনো কেউ যদি কপাল উঁচিয়ে বলে-
সত্যি , অাজকাল অাপনাকে খুব স্লীম লাগে !
অথচ পেট চলে অামার অাগে অাগে,
তখন কেমন লাগে ?
এখনো কেউ যদি ঠোঁট চোটকিয়ে বলে-
অাঙ্গুলের ডগায় চাটনি, অাপনার জন্য; খাবেননি !
বেহুশা বিভ্রমে বিবস্ত্র হই হই ,
এই জুটলো ভাগে ?
এখনো কেউ যদি মাথা দুলিয়ে বলে-
অাহা ! অাজো কোকিলের সুর ঝরে অাপনার স্বরে !
মরি মরি করে কেঁপে উঠি থরেবরে,
পড়েছি কার বাগে ?