অাসে ফিরে ফিরে ভালোবাসার দিন
গিজগিজে শহুরে মানুষের ভিড়ে;
নিভৃত পল্লীর এবরোথেবরো মেঠোপথ বেয়ে
শুকিয়ে যাওয়া মৃতপ্রায় এক নদীর তীরে,
ফিরে অাসে অানুষ্ঠানিকতার ঘেরাটোপে
টিএসসি'র চত্বরে, লেকপাড়ে, পার্কের ভিড়ে
কপোতকপোতির সহাস্য চুম্বনের শব্দ
ছুটন্ত এম্বুলেন্সের সাইরেনে যায় ঊড়ে।
তবু অাসে ভালোবাসার দিন
রঙ্গিন ফুলের সৌরভ ছড়িয়ে
নিষ্প্রান শহরে বা ছিমছাম গ্রামে
একঝাঁক সাদা পায়রা ঊড়িয়ে,
অাসে প্রিয়ার কড়া মেকঅাপের ভাঁজে
অাড়ালে অাবদ্ধ হতে সুডোল বাহুডোরে
ছিপিখোলা বোতলেও কর্পুর যেন
জমাটবাঁধা হয়ে রয়ে যায় পড়ে।
অাসে বারবার ছিটেফোঁটা বৃষ্টির শব্দ হয়ে
উচু-নিচু এবং অচ্ছুৎ; সকলের তরে
রুক্ষ মরুর বুকে মেঘবারী অানে বয়ে
উত্তুঙ্গ অাহ্লাদ যেন পুষ্পবৃষ্টি হয়ে ঝরে,
অাসে ক্যাফেটরিয়ার ফাষ্টফুডের গন্ধে
অাবদ্ধ কেবিনের ক্ষণিকের বাসর ঘরে
অাসে সন্ধিগ্ন চোখ অাড়াল করার ধন্ধে
অাসে নিয়ম করে বারবার ফিরে ফিরে।