কে দিল ঢালি
ভান্ডার করে খালি
ব্যথা ভরা গান
করি সন্ধান-
অচেনা সুরে খানিক ওপারে
খুঁজে ফিরি তারে
গে গাইছে গান
করি সন্ধান-
কি মায়ায় বাঁচি
কি ছায়া যাচি
কে করেছে দান
করি সন্ধান-
কে লাগালো ঘোর
দু-নয়নে মোর
তান্ত্রিকিনী সমান
করি সন্ধান-
কি অাশায় ছুটি
পথে পথে খুঁটি
নিদারুণ নিদান
করি সন্ধান-
অাছে করে চুপটি
হৃদয়পুরে ঘাপটি
বসত অম্লান
বৃথা সন্ধান।