কলাপাতার ছাউনি দিয়ে
খেজুর ডালের খুঁটি
সারাবেলা খেলছি মোরা
নিয়ে ঘটি-বাটি,
তুমি সাঁজতে বধূ অার
অামি সাঁজতাম বর
খুঁনসুটিতে মেতে উঠতো
মোদের কলাপাতার ঘর।
পুতুল বিয়ের ঘনঘটা
অার ধূলোবালির রান্না
কোলহলে জমে যেত
মোদের সাধের ঘরকন্না,
দিনেই কতো বছর যেতো
হিসেব তোমার গুনা
পুতুলেরও বাচ্চা হতো
তুমি ডাকতে সোনা।
শিশুশিক্ষা ছেড়ে যখন
হাতে নিলাম বই
ধীরে ধীরে দূরে গেলে
এখন তুমি কই,
কেমন তোমার ঘরখানি হায়
কেমন তোমার বর
দখিন হাওয়ার কানেকানে
পাঠিয়ে দিও তোমার খবর।