মনটা য‌দি একবার হ‌য়ে যায় মৃত
পান‌সে লা‌গে তার চরম খাঁ‌টি ঘৃত,
পাহাড় য‌দি ক্ষ‌য়ে ক্ষ‌য়ে হয় সমতল
ব্য‌ক্তিত্ব তার নি‌ক্ষিপ্ত হয় সাগ‌রের অতল,
তী‌রেই য‌দি মুক্ত পায় না‌মেনা কেউ জ‌লে
বু‌দ্ধি‌তে না পে‌লে তা পাওয়া যায়না ব‌লে,
জীবন য‌দি দেয় কাহা‌রে মর‌ণের স্বাদ
নিজ অং‌কেই নি‌জে সে হ‌য়ে যায় বাদ,
সস্তায় পে‌লে বস্তা ভ‌রে কতজ‌নের স্বভাব
কাঁটা ঘাঁ'‌য়ে নুন দি‌তে লো‌কের হয়না অভাব,
মন ম‌রি‌লে দেহটার দাম থা‌কে অার কি?
বেতা‌লে কি বিচার ক‌রে গোবর না‌কি ঘি?
পয়লায় না পে‌লে অার না পায় সে অ‌স্তে
জীবন পুঁ‌জি ব্যয় ক‌রে তার বিদায় শূন্য হ‌স্তে।